Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

একটু যদি হাস তবে ।। রত্নেশ্বর হাজরা

 



 

কাঁদছো কেন? হাসতেও তো পারো

কান্না ভুলে হাসলে পাবে

দশের মধ্যে বারো।

আমার সঙ্গে বিকেলবেলা

মেলায় ঘুরতে যাবে

বাঁশির সাথে ঝুমঝুমি আর

তিনটে বেলুন পাবে।

পাবে মাটির রঙিন ঘোড়া

পাবে মোমের গাড়ি

পাবে-পাবে পুতুল বেলোয়ারি-


কাঁদছো কেন? এবার একটু হাসো-

হাসলে পরে কোকিল দেব

ডাকবে বারোমাসও-

একটা দেব ডালিমতলা

সঙ্গে দোয়েলছানা

ঘুম ভাঙাবে সূয্যি ওঠার আগে

শিষ দিয়ে একটানা।

ঘাসের উপর শিশির দেব

রোদ দেব একরতি

মুঠোর মধ্যে ধরতে দেব রঙিন প্রজাপতি।


প্রকাশিত- চিরকালের ছেলেবেলা । শরৎ ১৪১৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ