হারিয়ে যেতে ইচ্ছা করে
তেপান্তরের মাঠে
সাতসমুদ্দুর তেরো নদীর পারে।
হারিয়ে যেতে ইচ্ছা করে
তিরপূর্ণির ঘাটে
মায়ার পাহাড় ক্ষীর সাগরের ধারে।
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী কোথায়,
চম্পা-পারুলবোন
রাজকন্যা রূপবতীর ঘর?
গজমোতির মালা কোথায়
তিন ভূবনের ধন
সোনার কমল ফুটছে থরে থর?
অমরগাথা রূপকথাতে
সব পেয়েছির দেশে
পৌঁছিয়ে দেয় ঠাকুরমায়ের ঝুলি।
কল্পমালার গল্প শুধায়
আনন্দেতে ভেসে
তৃষ্ণা ক্ষুধা সবকিছুতেই ভুলি।
প্রকাশিত- চিরকালের ছেলেবেলা । মে ২০১১
0 মন্তব্যসমূহ