পিকনিকে যাবে বলে ওরা সব দলে দলে বাসে উঠে সিটে চেপে বসল।
শহর ছাড়িয়ে গিয়ে নীলপুর রোড দিয়ে ভোঁ-ভোঁ করে বাস ছুটে চলল।
দু'ধারে সবুজ গ্রাম, অজানা ওদের নাম, ওরা শুধু চোখ মেলে দেখছে,
একজন ঘুরে ঘুরে প্যাকেটে খাবার ভরে হাতে হাতে সবাইকে দিচ্ছে।
অনেক সময় পরে মেঠো এক পথ ধরে বাস এসে অবশেষে থামল।
পাশেই বাগানবাড়ি, সেখানে চড়বে হাড়ি, তাই সব বাস থেকে নামাল।
বাগানে ফুলের মেলা, তারই পাশে খেলাধুলা, দুষ্টুমি ছুটোছুটি চলছে।
পুকুরে সাঁতার কাটা, এগাছে-ওগাছে ওঠা, মন যেন পাখি হয়ে উড়ছে।
দুপুর গড়িয়ে যায়, 'খেতে আয়-খেতে আয়' ডাক শুনে ছেলে মেয়ে
মাঠেই আসন পেতে বসে গেল ভাত খেতে ভাঁড় আর কলাপাতা নিয়ে।
ভাত, ডাল, অম্বল, ভাজা, মুরগির ঝোল, নলেনগুড়ের সন্দেশ-
খেয়ে সব পেট ঠেসে বলে শুধু হেসে হেসে, 'বেশ খাওয়া, বেশ ভালো, বেশ।'
খাওয়া শেষে মাঠে বসে বলে ওরা হেসে হেসে, 'ভারি মজা, লেখাপড়া নাই।'
কেউ কেউ বলে ওঠে, 'আরও বেশি মজা জোটে যদি রোদ পিকনিকে যাই।'
শীতকালে বেলা ছোটো, তাই স্যার বলে, 'ওঠো, তাড়াতাড়ি ফিরে যেতে হবে।'
ওরা সব বাসে ওঠে, বাসও আবার ছোটে, এত মজা হবে আর কবে!
প্রকাশিত- চিরকালের ছেলেবেলা । এপ্রিল ২০১৩
Topic : Pikniker Moja, Picnic, feast, চড়ুইভাতি, শীতের ছড়া
0 মন্তব্যসমূহ