হাঁটতে হাঁটতে পিছন পথে যেই একটু আসা
হাত ধরে এক বন্ধু বাতাস জানায় ভালোবাসা
ভুলে গেলে? সেই সকালে বট গাছেরই ছায়ায়
কেউ বা তখন ঝুড়ি ধরে দুলছিলে যে হাওয়ায়
তখন আমি ঝিরিঝিরি বলছি অনেক কথা
খেলতে খেলতে মনের ভেতর সবার প্রফুল্লতা।
ডাকতে থাকে দিঘির ধারে তাল-তমালের বন
কাট না সাঁতার মনের সুখে ইচ্ছে যতক্ষণ
গাছের ছায়া জলের বুকে আঁকছে তো আলপনা
সে-সব ছবি নতুন করে করছে কি আনমনা?
পথের মোড়ে কৃষ্ণচূড়া দাঁড়িয়ে আছে ওই
সব কথা তো জানোই তুমি নতুন কি আর কই!
এদিক এসো এই এখানে ডাকছে গাঁয়ের বাড়ি
সবুজ সবুজ গাছ-গাছালি কেমন আলাপচারি
সামনে দেখ সেই নদীটি বইছে ভাঁটির টানে
মাল্লামাঝি মত্ত কেমন ভাটিয়ালি- গানে
আকাশ জুড়ে মেঘেরা সব করছে কেমন খেলা
এলেই যদি এসো কাছে- ডাকছে ছেলেবেলা।
অলংকরণ- মনীষা রায়
প্রকাশিত- চিরকালের ছেলেবেলা । জানুয়ারি ২০১৩
Topic : Village House Poem, Gram Bangla, River, Krishnachura, Tal-Tomal, Royal Poinciana, সাঁতার কাটা
0 মন্তব্যসমূহ