Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

হারানচরিত ।। অমিতাভ গঙ্গোপাধ্যায়




শীতের রোদে উঠোনটাতে জড়িয়ে গায়ে চাদরখান

ঝিম মেরে তুই করিসটা কি আমায় খুলে বল হারান।

কান চাপা তোর মাঙ্কি টুপি স্নান কি করিস মাঘ মাসে

দাঁতগুলো তোর ঠকঠকাঠক, আমার কানে ঠিক আসে।

সমস্যা কি বলবি আমায়? করতে পারি তার বিহিত,

-এজ্ঞে আমার বড্ড শীত।


বিকেলবেলা পুকুরপাড়ে, ওই তো হারান মুখ চলায়

বাদাম-মুড়ি তুলছে মুখে, দিচ্ছে চালান পেট-জালায়।

এই তো খেলি জল দেয়া ভাত, খাওয়ার কিছু কমতি নেই

অষ্টপ্রহর মুখ চলে তোর, যতই ভাবি পাই না খেই।

ডাইনে-বাঁয়ে ঘোরাস মাথা, খিমচে ধরিস লম্বা চুল,

এজ্ঞে খিদেয় সব বেভুল।


সন্ধেবেলায় লোডশেডিং-এ নামলো ভূষো অন্ধকার

কোথায় গেলি হারান গড়াই, দেখতে পেলাম বন্ধ দ্বার।

নেই তো সাড়া, লাগছে কেমন মুচ্ছে গেল হঠাৎ কি

ধন্ধে পড়ে অন্ধকারেই, দরজা ঠুকে যেই ডাকি,

খিলটি খুলে দেখিয়ে শ্রীমুখ, হারান জানায় এই সময়

এজ্ঞে আমার ভূতের ভয়।


প্রকাশিত- চিরকালের ছেলেবেলা । জুন ২০১২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ