Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

দুই ভাইয়ের কাণ্ড ।। সুব্রত সুন্দর জানা



খেলার ছলে ছুটতে ছুটতে রেল লাইনের পাশে পৌঁছে গেল দুই ভাই পাপ্পু আর বিশ্ব। কিছুটা দূরে রেল গাড়িটা যেন দৈত্যের মতো ছুটে আসছে। বিশ্ব ভয় পেয়ে বলল, দাদা, কী জোর শব্দ রে! চল পালিয়ে যাই। ঠিক তখনই পাপ্পুর চোখে পড়ল সামনেই কিছুটা রেল পাত ভেঙে আছে। সে শুনেছে, রেল পাত ভাঙা থাকলে রেল গাড়ি উল্টে অ্যাক্সিডেন্ট হয়। কি করবে ভাবতে গিয়ে চট করে বুদ্ধিটাও খেলে গেল মাথায়। ভাইকে বলল, দেখবি গাড়িটা কেমন থেমে যাবে।

বিশ্ব অবাক হয়ে বলল, এত বড়ো গাড়ি কি করে থামবে রে দাদা?

-ঠিক থাকবে, এখন ঝটপট তোর প্যান্টটা খুলে ফেল।

-আমি প্যান্ট খুললেই গাড়ি থামবে।

-আঃ বকর বকর করিস নাতো। যা বলি তাড়াতাড়ি কর। গাড়ি এসে গেল বলে।

বিশ্বর পরনে ছিল লাল প্যান্ট। আর পাপ্পুর ছিল লাল জামা। দুজনে দুটো খুলে হাতে নিয়ে ওড়াতে লাগল। গাড়িটা তাদের প্রায় কাছে এসে সত্যি সত্যি থেমে গেল। সেই দেখে তারা লাগাল ছুট, সোজা বাড়ির দিকে।

গাড়ির মধ্যে তখন হৈ-চৈ, কী হল ব্যাপারটা। ট্রেন স্টেশনে ঢুকতে তখনও বাকি। ড্রাইভার নেমে গেছে গাড়ি থেকে। দেখা গেল কিছুটা দূরে প্রায় এক ফুটের মতো রেল পাত ভাঙা। আগের গাড়িটা যাওয়ার সময় লাইনটা ভেঙেছে। তাতে সেই গাড়িটা বেরিয়ে গেছে, কিন্তু পরের গাড়ির সামনের চাকা গিয়ে যখন ঐ ভাঙার মুখে পড়ত তখন গাড়িটা লাইন চ্যুত হয়ে এক বিরাট দুর্ঘটনা ঘটত। হাজার হাজার মানুষের জীবন সংশয় হয়ে যেত।

খবর পেয়ে ছুটে এলেন রেলের পদস্থ অফিসাররা। জরুরি ভিত্তিতে শুরু হয়ে গেল লাইন সরানোর কাজ। একজন বড়ো অফিসার সব দেখে শুনে জিজ্ঞেস করলেন গাড়ি থামল কি করে? ড্রাইভার বলল, দুটো বাচ্চা ছেলে লাল কাপড় দেখিয়ে গাড়িটা থামিয়েছে।

কোন দুটো ছেলে, খোঁজ পড়ল তাদের। সবাই প্রশংসা করতে লাগল তাদের তাৎক্ষণিক বুদ্ধির। কিন্তু যাদের জন্য আজ রেল একটা বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল, বেঁচে গেল কতগুলো নিরীহ মানুষের প্রাণ, যাদের প্রশংসায় পঞ্চমুখ আজ এত মানুষ, সেই পাপ্পু ও বিশ্বর সেদিকে কোনো খেয়ালই নেই। তারা তখন মেতে উঠেছে অন্য খেলায়।

 

অলংকরণ- অমর লাহা

প্রকাশিত-চিরকালের ছেলেবেলা । ডিসেম্বর ২০১২

 

Topic : Social story,  সামািজক গল্প, দুই বুদ্ধমান ভাইয়ের গল্প, The story of intelligence, Two Intelligent Brothers, The Best story of Kids

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ